ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালের আগের রাতে গাড়িতে আগুন: আটক ১২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: হরতালকে সামনে রেখে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ১২ জনকে আটক করেছে পুলিশ।



শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিউমার্কেট, মিরপুরের টেকনিক্যাল মোড়, সনি সিনেমা হল ও ফলপট্টিতে চারটি যাত্রীবাহী বাসে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ও গুলশানে দুটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া মগবাজার রেলক্রসিং ও বিজয়নগরে আরও দুইটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়েছে।  

মিরপুর থানার উপ-পরিদর্শক শাহীনুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। রাত সাড়ে ৮ টার দিকে বিজয়নগর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার সময় পল্টন থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

বিএনপি আহূত হরতালের আগের রাতে বিভিন্ন স্থানে গাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ স্থানীয়: ০২১৫ ঘণ্টা, ২৭ জুন, ২০১০
এসআরআর/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।