ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জানুয়ারি ২৪, ২০২৩
পাকুন্দিয়ায় ৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মাইজহাটি-পুলেরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  
 
আটকরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার কামালপুর এলাকার আ. সুরুজ আলীর ছেলে নুরুজ্জামান (৩৫) ও নুরুজ্জামানের স্ত্রী তানিয়া বেগম (৩০)। বর্তমানে তারা ময়মনসিংহের কোতোয়ালী থানার অন্তর্গত ইসলামবাগ এলাকায় বসবাস করতেন।  

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজহাটি-পুলেরঘাট এলাকায় এসআই মো. মোশারফ হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক থেকে মাদক কারবারি নুরুজ্জামান ও তার স্ত্রী তানিয়া বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।