ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় আইনজীবীদের পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কুষ্টিয়ায় আইনজীবীদের পিঠা উৎসব

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শীতকালীন পিঠা উৎসবে মেতে উঠেছিলেন আইনজীবীরা।

বুধবার (১৮ জানুয়ারি) দিনব্যাপি জেলা আইনজীবী সমিতি চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে নবরুপে সাজানো আইনজীবী চত্ত্বরে হরেক রকমের পিঠা, পিঠার সেই মৌ মৌ গন্ধে ছড়িয়ে ছির চারিদিক।

ইসলামী বিশ্ববিদ্যালয় ল’এল্যামনাই অ্যাসোসিয়েশন (ইউলা) এর আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সরকারি কৌশুলী জিপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ।

এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল’এল্যামনাই অ্যাসোসিয়েশন (ইউলা) এর দায়িত্বে থাকা কুষ্টিয়ার আইনজীবী সমিতির নির্বাচিত বর্তমান সিনিয়র সদস্য, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনির, আল মুজাহিদ হোসেন মিঠু, অ্যাডভোকেট শাতিল মাহমুদ, অ্যাডভোকেট ইকবাল হোসেন টুকু, পারভীন ঝমুর, নাজমুন নাহার, আয়শা আক্তারসহ ইউলার সদস্যরা ব্যাস্ত সময় পার করেছেন সর্বস্তরের আইনজীবীদের ফ্রি পিঠা আপ্যায়নে।

পিঠা উৎসবে সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতি সবাইকে অনুপ্রানিত করেছে এবং প্রতি বছর এমন উৎসব আয়োজন করবেন বলেও জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।