ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
নড়াইলে ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল: নড়াইলের কালিয়ায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মো. ইসমাইল শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আটলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের ফুরকান শেখের ছেলে। সে পুরুলিয়া গ্রামের একটি মাদরাসায় পড়তো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথে ওই মসজিদের সামনে পৌঁছালে বালুবাহী একটি ট্রলি ট্রাক সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সে ট্রলির চাকার নিচে পড়ে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা আহত ইসমাইলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলি চালক মুন্না পালিয়ে গেলেও ঘাতক ট্রলিটি জব্দ করেছে কালিয়া থানা পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।