ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে নেশাজাতীয় ১০১ ইনজেকশনসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
পঞ্চগড়ে নেশাজাতীয় ১০১ ইনজেকশনসহ যুবক গ্রেফতার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ার রণচন্ডি এলাকায় ১০১টি নেশাজাতীয় ইনজেকশনসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

জানা যায়, আটক সাইফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের রণচন্ডি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।  

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সাইফুল নেশাজাতীয় ইনজেকশনগুলো বিক্রির জন্য নিজ বাড়িতে সংরক্ষ করে রাখে। এদিকে শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এদিকে গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি চালালে ১০১টি অবৈধ নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। জব্দ ইনজেকশনের মূল্য ধরা হয়েছে ১৮ হাজার টাকা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তেঁতুলিয়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ