ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঠাণ্ডায় রেলস্টেশনে বৃদ্ধের মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জানুয়ারি ৫, ২০২৩
ঠাণ্ডায় রেলস্টেশনে বৃদ্ধের মৃত্যু! নিহতের মরদেহ

ঢাকা: টঙ্গী রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে এক বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ঠাণ্ডার কারণে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালের দিকে দুই নম্বর প্লাটফর্ম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে টঙ্গী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন।

নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারিনি পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

এএসআই কামাল হোসেন বলেন, ওই ব্যক্তি ভবঘুরে। টঙ্গী রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্মে রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তার মরদেহ পাওয়া যায়। ঠাণ্ডার কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, তার পরনে ছিল চেক লুঙ্গি ও গরম কাপড়। তার ওপরে ছিল কম্বল মোড়ানো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।