ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

তুরস্কে নতুন রাষ্ট্রদূত আমানুল হক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
তুরস্কে নতুন রাষ্ট্রদূত আমানুল হক

ঢাকা: এম আমানুল হককে তুরস্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আমানুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি আঙ্কারায় মসয়ূদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন।

১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন আমানুল হক। তিনি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমানুল হক জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরে মহাসচিবের উপদেষ্টাসহ বিভিন্ন পদে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।