ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে র‌্যাব-ডাকাত গুলি বিনিময় ॥ গ্রেফতার ১ ॥ ২ র‌্যাব আহত

মোঃ জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

হবিগঞ্জঃ জেলার সদর উপজেলার লস্করপুরে সোমবার গভীর রাতে র‌্যাব-ডাকাতদের মাঝে গুলি বিনিময়ের ঘটনায় মুখলেছ মিয়া (৩২) নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

গুলি বিনিময়ের সময় আহত হন র‌্যাবের এস আই হাফেজ ও হাবিলদার রেজাউল করিম।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভলভার, দুইটি গুলি ও দুইটি রাম দা।

আহত মুখলেছ ও র‌্যাবের দুই সদস্যকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল-৯ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কাউছার মাহমুদ বাংলানিউজকে জানান, সোমবার রাত সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরে ৮/১০ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব তাদের অবস্থান চিহ্নিত করে। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাব ও ডাকাতদের মাঝে ১৬/১৭ রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় মুখলেছ মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। তবে বাকিরা পালিয়ে যেতে সম হয়।

গ্রেপ্তারকৃত মুখলেছ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মৃত আব্দুল মোতালিবের পুত্র।

জানা গেছে, গ্রেফতারকৃত মুখলেছ এর বিরুদ্ধে ৪টি মামলায় ওয়ারেন্টসহ চুরি, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ১০/১৫টি মামলা রয়েছে। এর আগে পুলিশ কয়েকবার তাকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ