ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নে বাধা অপসারণ চায় এনজিডব্লিউএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নে বাধা অপসারণ চায় এনজিডব্লিউএফ

ঢাকা: রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলসহ (ইপিজেড) গার্মেন্টস সেক্টরে শ্রমিক ট্রেড ইউনিয়ন তৎপরতায় আইনগত সব বাধা অপসারণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসকাবের সামনে এনজিডব্লিউএফ আয়োজিত ‘ইপিজেডসহ গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি’ শীর্ষক সমাবেশে এ দাবি জানানো হয়।



সমাবেশ শেষে ‘গামেন্টস শ্রমিক মানবাধিকার র‌্যালি’ বের করা হয়। র‌্যালিটি হাইকোর্ট, তোপখানা, পল্টন হয়ে মুক্তাঙ্গনে শেষ হয়।

সমাবেশে এনজিডব্লিউএফ সভাপতি আমিরুল হক আমিন অভিযোগ করেন, ‘আইনগত অধিকার থাকার পরও চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকরা কারখানাভিত্তিক ইউনিয়ন গঠন ও তৎপরতা চালাতে পারে না। ’

এজন্য তিনি আইনগত দুর্বলতা এবং মালিকদের ট্রেড ইউনিয়ন বিরোধী মনোভাবকে দায়ী করেন।

পাশাপাশি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিয়ে এবং আইন সংশোধন করে গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান এনজিডব্লিউএফ সভাপতি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনজিডব্লিউএফ’র কেন্দ্রীয় নেতা মিস শাফিয়া পারভীন, মো. ফারুক খান, সুলতানা আক্তার, আরিফা আক্তার আরজুয়ারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।