ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
সিলেটে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

সিলেট: সিলেটে বিআরটিসি বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাজন মিয়া (২৮) নামে পিকআপ চালক নিহত ও হেলপার নুরুল আমিন (১৮) গুরুতর আহত হয়েছেন।

 
 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে জেলার বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এ ঘটনা ঘটে।
 
নিহত রাজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতগামী সিলিন্ডার বহণকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক সাজনের মৃত্যু হয়।  
 
সিলেটের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি বলেন, সিলিন্ডার বোঝাই পিকআপটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে সিলেটগামী বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের মৃত্যু হয় এবং হেলপারকে গুরুতর আহতাবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।