ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়েটে ভর্তির অনলাইন আবেদনপত্র পাওয়া যাবে রাত ১২ টার পর থেকে

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১০-১১ ইং শিাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির অনলাইন আবেদনপত্র সোমবার দিবাগত রাত ১২ টার পর থেকে ছাড়া হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রউফ।

তিনি জানান, আগামী  ২৪ অক্টোবর ২০১০ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র দাখিল করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৩১ অক্টোবর, ২০১০ তারিখে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর ২০১০ ইং শনিবার ।

কুয়েট একাডেমিক কাউন্সিলের সভা শেষে সোমবার সন্ধ্যা ৭ টায় রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রউফ বলেন, ‘ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড, রেজিস্ট্রার অফিস ও কুয়েটের ওয়েবসাইটে (www.kuet.ac.bd) সোমবার রাত ১২ টার পর থেকে পাওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।