ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে সাম্প্রতিক ভূমিধসে প্রাণহানির ঘটনায় জাতিসংঘের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১০

নিউইয়র্ক : বাংলাদেশে সাম্প্রতিক ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক বিষয় ও জরুরি ত্রাণ সমন্বয় বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন হোমস।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    
    
জন হোমস দুর্ঘটনায় তিগ্রস্তদের সাহায্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের পুনর্বাসন প্রচেষ্টার প্রশংসা করেন। এ কাজে যে কোনো সাহায্যের প্রয়োজনে জাতিসংঘ বাংলাদেশ সরকারের ডাকে সাড়া দেবে বলে তিনি শোকবার্তায় উল্লেখ করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৬ ঘণ্টা, ২৬ জুন ২০১০
পিআইডি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।