ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল ঢাকায় আসছেন ৩১ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

ঢাকা: আগামী বছরের ৩১ জানুয়ারি ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তারা সাংসদের সঙ্গে সংসদীয় কার্যক্রমসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন।



বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লে কসারেট সোমবার স্পীকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ কথা জানান।

এসময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, ‘বাংলাদেশ ফ্রান্সের সম্পর্ক বহু পুরানো ও ঐতিহাসিক এবং ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হচ্ছে। ’

তিনি দু-দেশের সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য সংসদীয় গ্রুপ গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত চার্লে কসারেট বলেন, ‘এ সফরের ফলে দু-দেশের বিরাজমান সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।