ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ১৮

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বেনাপোল: বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচারের সময় ১৮ জন বাংলাদেশি নারী-পুরষ ও শিশুকে আটক করেছে বিডিআর।

বিডিআর সুবেদার হারুন আর রশিদ বাংলানিউজকে জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চট্টগ্রাম, কক্সবাজার ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে এদের বেনাপোল নিয়ে আসে।

পরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাদীপুর সীমান্তের নাপিত বাড়ি ঘাট দিয়ে বিনা পাসপোর্টে ভারতে পাচারের সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করে বিডিআর। এদের মধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৫ জন ও ৬ জন শিশু রয়েছে।

বিডিআরের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায় বলে জানান সুবেদার হারুন।

আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার ফারুক শেখ (২৫) ও খুলনার দিঘলীয়া থানার হাজি গ্রামের মোহাম্মদ আলী (৩৫) জানান, তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতের বিভিন্ন স্থানে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্ট দিয়ে মানুষ পাচার সিন্ডিকেটের হোতা ইবাদ আলীসহ দালাল চক্র  এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৩ হাজার করে টাকা নেয়।

এ ঘটনায় পলাতক দালাল ইবাদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
   
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।