ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, ডিসেম্বর ১৯, ২০২২
ধনবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহনের বাসের চাপায় আব্দুল আজিজ (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজের বাড়ি মধুপুর উপজেলার আনালিয়াবাড়ি গ্রামে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস বাঘিল এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আব্দুল আজিজ নিহত হন। এসময় স্থানীয় লোকজন বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।