ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তামাকচাষ আইন সংশোধন করা হবে: আইনপ্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: ধূমপানে নিরুৎসাহিত করতে আইন সংশোধন করার কথা জানিয়েছেন আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘ধূমপানে অপ্রাপ্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।

এজন্য তামাক চাষ ও ধূমপান নিষিদ্ধ আইন সংশোধন করা হবে। ’

আজ শনিবার বিকেলে ক্যাব আয়োজিত এক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আইনপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘তরুণদের মধ্যে নেশা ফ্যাশনে পরিণত হচ্ছে। অভিভাবকদের এবিষয়ে লক্ষ্য রাখতে হবে। ’

সিরডাপ মিলনায়তনে ‘তামাক আমদানি ও বিপণন: মহিলা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি কাজী ফারুক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলামীন, নারী নেত্রী ফরিদা আক্তার প্রমুখ।

বক্তারা ধূমপান থেকে তরুণদের দূরে রাখতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশের স্থানীয় সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১০
এসকে/বিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।