ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, ডিসেম্বর ১০, ২০২২
দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে এক কৃষকের জমিতে ধান কাটার পরে ফেলে রাখা ধানের গাদায় আগুনের ঘটনা ঘটেছে। এতে কৃষকের ধানের গাদায় থাকা তিন বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

তবে কে বা কারা ফসলের সাথে এমন কাণ্ড করেছে তা জানা যায়নি।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে মিরপুর উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের মহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক রেজাউল ইসলাম এ ঘটনায় মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রেজাউল ইসলাম বলেন, “আমার তিন বিঘা জমির ধান গাদা দেওয়া অবস্থায় মাঠের মধ্যে রাখা ছিলো। শুক্রবার দিবাগত রাতে শত্রুতা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে মাঠে ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়া প্রায় প্রতিবছরই এ এলাকায় ঘটে থাকে। এর সাথে যারা জড়িত তাদের শাস্তি চাই। ”

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের খুঁঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ