ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মিলন মিয়া (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।

সোমবার (০৬ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের থানা-চারমাথা মোড়ে এ দুঘর্টনা ঘটে।

নিহত মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্র নগর গ্রামের আব্দুল জলিল কালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জনায়, মিলন মিয়া থানা মোড় এলাকায় ফলের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বালুবাহী একটি ড্রাম ট্রাক গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ ফল ব্যবসায়ীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে।  

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করলে কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।