ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক মামলায় বাহুবল উপজেলা চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মাদক মামলায় বাহুবল উপজেলা চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

হবিগঞ্জ: মাদক চোরাকারবারের মামলায় হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. খলিলুর রহমানের ছেলে সৈয়দ ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সৈয়দ ইসলাম উপজেলার লোহাখলা গ্রামের বাসিন্দা।  
 
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, সৈয়দ ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকার কতোয়ালী থানায় মাদক চোরাকারবারের অভিযোগে একটি মামলা দায়ের হয়। এ মামলায় তার বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেটের ব্যবসার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।
 
ওসি আরও জানান, সৈয়দ ইসলামের নিজের এলাকায় অর্থাৎ বাহুবলে মাদক চোরাকারবারে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পরপরই তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
 
তবে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের দাবি, তার ছেলেকে মারামারির মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সৈয়দ ইসলামের সঙ্গে তার বড় ভাইয়ের মারামারি হলে এই মামলাটি দায়ের হয়।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ