ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, ডিসেম্বর ৬, ২০২২
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত ঘটনাস্থল।

কুমিল্লা: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) নোয়াখালী-লাকসাম রেললাইনের দক্ষিণ খিলা তুগুরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে বলে খবর পেয়েছি।  
আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে নিহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।