ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে খাল দখলমুক্ত করতে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ডিসেম্বর ৫, ২০২২
সিরাজদিখানে খাল দখলমুক্ত করতে অভিযান

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাটি ভরাট করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চলানো হয়েছে।  

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া সেতু সংলগ্ন পূর্ব রাজদিয়া গ্রামে এ আভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, দখলদারদের বার বার নোটিশ করা হয়েছে, তারা গুরুত্ব দেননি। আজ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এখন থেকে যেদিন লাগবে ভ্যাকু দিয়ে মাটি সরিয়ে খাল দখল মুক্ত করা হবে। এ খালের সঙ্গে সংযোগ অনেক আলু ও ধানের জমির। খালটি ভরাট করায় চাষিরা পানি পাচ্ছেন না। এতে কৃষি কাজ ব্যাহত হচ্ছে। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।