ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পলাতক জঙ্গিকে খুঁজতে বনানীতে অভিযান চলছে: পুলিশ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, ডিসেম্বর ৩, ২০২২
পলাতক জঙ্গিকে খুঁজতে বনানীতে অভিযান চলছে: পুলিশ কথা বলছেন ওসি নূরে আযম মিয়া।

ঢাকা: ঢাকার আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গি ও সহযোগীদের ধরতে রাজধানীর বনানীর কাকলী এলাকার বিভিন্ন হোটেলে ও মেসে অভিযানে নেমেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০ টা ২০ মিনিট থেকে ওই এলাকায় পুলিশের এ অভিযান চলছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল, আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করছি।

অভিযানে কেউ আটক হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলী এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।

এদিকে এ অভিযান শুরু হলেও সাড়ে ১০টা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন>> জঙ্গিদের অবস্থান, বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমকে/এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।