ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩ কেজি গাঁজাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার মো. বুকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে মো. রাসেল (২৫)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।