ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ছাত্রলীগের দু’পরে সংঘর্ষে আহত ৩

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

কুষ্টিয়া : কুষ্টিয়ায় ছাত্রলীগের দু’পরে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঈন আক্কাসসহ অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিজানুর রহমান জনিকে ঢাকায় নেওয়া হয়েছে।

মঈন ও স্বপনকে কুষ্টিয়া জেনারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের টিঅ্যান্ডটি গলির মোড়ে চায়ের দোকানে ছাত্রলীগের মঈন ও জনির মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সেখানে তাদের সমর্থিত নেতা-কর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো ক্ষুরের আঘাতে উভয় পরে তিনজন মারাত্মকভাবে আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টায় সেখানেও ওই দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে উভয় প থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।

বাংলাদেশ সময় : ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।