ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

মনোকথা

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

জাবিতে একহাজার মোমবাতি প্রজ্জ্বলন

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
জাবিতে একহাজার মোমবাতি প্রজ্জ্বলন

ঢাকা: ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০০০ মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

মানসিক স্বাস্থ্য বিষয়ক নিউজপোর্টাল মনেরখবর.কমের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



এতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালেরকণ্ঠ শুভসংঘ।

‘জীবনে আলো জ্বালো’ স্লোগানে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে আত্মহত্যা প্রতিরোধে সবার সমর্থন চাওয়া হয়েছে।  

এদিকে দিবসটি উপলক্ষে জনসচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে মনেরখবর.কম।

সপ্তাহ জুড়ে মনেরখবর.কমে বিশিষ্টজনের লেখা, বিশিষ্ট মনোচিকিৎসকদের সাক্ষাৎকার, কেন আত্মহত্যা: মনোসামাজিক বিশ্লেষণ, বিশেষ ফিচার এবং আত্মহত্যা রোধে কাজ করা দেশি-বিদেশি সংস্থার কার্যক্রম তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ