ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

মনোকথা

বিসিআর থেরাপি বাংলাদেশে সর্বপ্রথম

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিসিআর থেরাপি বাংলাদেশে সর্বপ্রথম

‘ব্যথা  ঈশ্বরের শাস্তি’ প্রাচীন গ্রিসে এটাই ছিল বিশ্বাস। তাই  Pain শব্দটার উৎপত্তি ল্যাটিন  Poena (Penalty) অর্থ্যাৎ শাস্তি থেকে।


   
সভ্যতার চাকা ঘুরে আজ একবিংশ শতকে ঠেকেছে। কিন্তু ব্যথার হাত থেকে মানুষের মুক্তি মেলে নাই। বয়স চল্লিশ পেরুলে তো আর কথাই নাই। আজ ঘাড়ে তো কাল কোমড়ে, পরশু হাঁটুতে ব্যথা লেগেই আছে। এ সময়ে যন্ত্রনির্ভর জীবনযাত্রা মানুষের কায়িক পরিশ্রম বহুলাংশে কমিয়েছে। তবে সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করায় নানান ব্যথা-বেদনায় অনেকেই ভোগেন। এক পরিসংখ্যানে দেখা গেছে গড়ে বাংলাদেশি প্রতি ৩ জনের ১ জন ব্যথায় আক্রান্ত।    

এসব বিষয় মাথায় রেখে ‘ই ক্লিনিকেয়ার লিমিটেড’ প্রথমবারের মত বাংলাদেশে এনেছে বিসিআর পেইন অ্যান্ড ওয়েলনেস সেন্টারের ধারণা। এ ধরনের সাইবারনেটিক টেকনোলজি বাংলাদেশে এই প্রথম।

কেন বিসিআর থেরাপি
দ্রুত ব্যথা কমানোর জন্য। তাছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া ও ব্যথাবিহীন। ঔষধ সেবনের ব্যাপার না থাকায় ঝুঁকি থাকছে না কিডনি, লিভারেরও।

যোগাযোগ
ডাঃ সানজিদা শাহরিয়া, বিসিআর পেইন অ্যান্ড ওয়েলনেস সেন্টার, হাউজ : ১০৪, পার্ক রোড, নিউ ডিওএইচএস মহাখালি
ঢাকা : ১২০৬, মোবাইল-০১৬১১১৪৪৪৪৭, ই-মেইল- [email protected]
  
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ