ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

মনোকথা

কৃষ্ণাঙ্গ নারীর চেয়ে শ্বেতাঙ্গরা বেশি বিষণ্ন হন!

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ২, ২০১৫
কৃষ্ণাঙ্গ নারীর চেয়ে শ্বেতাঙ্গরা বেশি বিষণ্ন হন!

ঢাকা: কৃষ্ণাঙ্গ নারীদের চেয়ে শ্বেতাঙ্গ নারীরা বেশি বিষণ্নতায় ভোগেন। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত গবেষণায় এমন কথাই জানিয়েছেন গবেষকরা।



১৪শ’ জনের বেশি কৃষ্ণাঙ্গ নারী ও ৩শ’ ৪০ জনের বেশি শ্বেতাঙ্গ নারী এই গবেষণায় অংশ নেন। এতে দেখা যায়, শতকরা ১০ শতাংশ কৃষ্ণাঙ্গ নারী বিষণ্নতায় ভ‍ুগছেন, যেখানে শ্বেতাঙ্গ নারীর সংখ্যা শতকরা ২১ শতাংশ।

জরিপে দেখা যায়, শ্বেতাঙ্গ নারীদের শতকরা ৯ শতাংশ বলছেন ‍তারা গত এক বছর ‍যাবত ভীষণ বিষণ্নতায় ভুগছেন। যেখানে কৃষ্ণাঙ্গ নারীর সংখ্যা ৫.৫ শতাংশ। আর যেকোনো কাজে অন‍াগ্রহ কথা জানিয়েছেন শতকরা ২২ শতাংশ শ্বেতাঙ্গ, যেখানে ১৪ শতাংশ কৃষ্ণাঙ্গ নারী এমন কথা জানান।

এর মধ্য দিয়ে বিষণ্নতা চিকিৎসায় মনোবিজ্ঞান আরও এক ধাপ এগিয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০২, ২০১৫
এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ

welcome-ad
welcome-ad