ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মনোকথা

টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ১০০ মস্তিষ্ক চুরি!

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ১০০ মস্তিষ্ক চুরি!

অস্টিনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে প্রায় একশ’ মস্তিষ্ক চুরি গেছে। যা বিশ্ববিদ্যালয়টির সংগৃহীত নমুনার প্রায় অর্ধেক।

এর মধ্যে ঐতিহাসিক চার্লস হোয়াইটম্যানের মস্তিষ্কও ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কো-কিউরেটর টিম স্কালার্ট।

সম্প্রতি এ ঘটনা ঘটে।

স্কালার্ট জানান, আমাদের সংগ্রহের মধ্যে হোয়াইটম্যানের মস্তিষ্কও ছিল, তবে গোপনীয়তা রক্ষা করতে সনাক্ত করার সমস্ত তথ্য আগেই মুছে ফেলা হয়েছে।

অস্টিন স্টেট হসপিটাল প্রায় ২৮ বছর আগে মস্তিষ্কগুলো বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করে। এর পর থেকে আলাদা আলাদ‍া পাত্রে ফরমালিন দিয়ে এগুলো সংরক্ষণ করা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ