ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মনোকথা

জানান আপনার সমস্যা ও মতামত

স্বভাবের বাইরে গিয়ে মানুষ বেশিদিন ভালো থাকতে পারে না

ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
স্বভাবের বাইরে গিয়ে মানুষ বেশিদিন ভালো থাকতে পারে না

Dear sir- asha kori valo acen. Ami apnar protiti leka monojhug diye follow kori, valo lage bolei. Aj asolei amar kicu sahajjo dorkar. Jodi amar pura porichoy gupon raka somvob hoy, tobei uttor diye badito korben pls... Amar boyos 32. Bibahita. Mum of two.11 bochorer bibahito jhibone pritibir  sob ceye shuki ekjon nari ami.
And vaggo krome amar husbend amar sob ceye prio bondu .ajibon ami kub hasi khusi ekti manush, shababik vabei amar bondu songka onek but ekta somoye ese r notun kore pagol para bondu jugar hoyna. Jehetu ami England e taki 11 bochor teke, amar school n college e prio sob bandobi o ekane take, porobortite ekane o kicu bondu vaggo hoyece amar. Somossa hocce tader prai sobar e songsare nanan somossa, n shamir sater somossa onnotomo, amar kicu nikot attioder o soman somossa! Bola dorkar j kisuri boyos teke poribar n baire ami kub jonoprio cilam j karo bipode  manosik bol n poramorser jonno, ekane ese o notun porsider maje o ami kub prio. But Tara jokon diner por din somossar kota bolce otocho eki somossa na takar karone ami motamot ba poramorsho deya teke biroto takci, Tara jokon jante chai ei rokom somossa hole ami ki kori? Ami boli j sorry, amader maje ei somossa hoyna. Tara tokon Onno prosonge chole jhay. Tachara dhormo( religion ) nia o tader barabari kub prokot, otocho ei nia amar jhukti n drirota ace. Aj kal tader sate jokon alap hoy , ami sangsarik happiness n dormalap eriye jai, last koyek mash teke keyal korci tara AMA k r ager moto bondu vabcena, kub tuccho karone react korce. Shavabotoi ami kub upset. But seta tader bujte dei na n alap o ekdom komiye dicci...eta bola ki prasongik j ami soishob teke kub boi porua, ami ekon dicision nite parcina ami ki tader sate jugajug sesh kore obosorer sob tai boi er vetor dube jabo? Karon tader sate alap e aj kal kub buka buka lage AMA k, jeno jogoter kicui janina ami otoba vhondo...  I'm suffering lot... Amar ei sahajjota dorkar ...please.. Thank u very much for lessening me.....do not show my name n address pls.... I deadly request u..I wish your good healt  n happiness forever..


কোনো বিষয়ে কি করবেন বা না করবেন সেটা আপানার সিদ্ধান্ত। আমি বা আমার মতো কেউ আপনাকে সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারি না।

আমরা শুধু বিষয়গুলোর ভালো-খারাপ দিকগুলো তুলে ধরতে পারি। সে সঙ্গে প্রয়োজনীয় এবং সম্পর্কযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরতে পারি।

আপনি ছোটবেলা থেকেই হাসিখুশি ভালো স্বভাবের মানুষ। আপনাকে ঘরে বাইরে সবখানেই মানুষ খুব পছন্দ করে। এই গুণ মানুষ ইচ্ছে করলেই তৈরি করতে পারে না। এটা মানুষের ব্যক্তিত্বের বিষয়। ছোটকাল থেকে গড়ে উঠা চরিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যা আপনার সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য, এই দিক পরিবর্তন করতে গেলে আপনি বরং নিজে নিজেই কোনো একসময় সমস্যায় পরতে পারেন।

নিজের বিশ্বাস, নিজের চিন্তার জগত পরিবর্তন হয়ে যেতে পারে। নিজের স্বাভাবিক স্বভাবটাকে আপনি ধরে রাখলেই ভালো হবে। তাতে করে অন্য কেউ যদি উপকৃত হয় তবে তো সেটা আরো ভালো। সমস্যা কোথায়!

একটা বিষয় খেয়াল করেন, আপনি কয়েকদিন যাবৎ তাদের কথা খুব বেশি শুনছেন না বা আগের মতো তাদের পরামর্শও আর দিচ্ছেন না। তাতে করে, তারা আপনার কাছ থেকে সরে যাচ্ছে। তারা যে আপনার কাছ থেকে সরে যাচ্ছে, এটা কিন্তু মোটেও সমস্যা নয়। সমস্যা হচ্ছে বিষয়টি যখন আপনাকেই ‘আপসেট’ করে তুলছে। আপানাকেই আবার ভাবিয়ে তুলছে!

আপনার নিজেরই কিন্তু এখন এসব নিয়ে মন খারাপ থাকে। মানুষের স্বভাবের বাইরে গিয়ে মানুষ বেশি দিন ভালো থাকতে পারে না।

আপনি বই পড়ার স্বাভাবের কথা উল্লেখ করেছেন। যেটি অবশ্যই একটি ভালো দিক। কিন্তু নিজের অন্যান্য স্বাভাবিক আচারণ ঠিক রেখে বই পড়লেতো সমস্যা নেই। আপনিও বই পড়বেন আবার অন্যদের সাথে আপনার স্বভাব সুলভ আচরণ চালিয়ে যাবেন সেটাই ভালো হবে।

আমার লেখা পড়েন শুনে অবশ্যই খুশি হয়েছি। কেমন হচ্ছে, মানসিক বিষয়ের লেখাগুলো ভবিষ্যতে সুযোগ পেলে জানাবেন।

প্রিয় পাঠক, ‘মনোকথা’ আপনাদের পাতা। মনোরোগ নিয়ে যে কোনো মতামত ও আপনার সমস্যার কথা জানাতে পারেন আমাদের। আমরা পর্যায়ক্রমে অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব জানিয়ে দেবো। আপনি চাইলে গোপন রাখা হবে আপনার নাম-পরিচয় এমনি কি ঠিকানাও।

সমস্যার কথা জানানোর সঙ্গে সমস্যার বিস্তারিত বিবরণ, আপনার নাম, বয়স, কোথায় থাকেন, পারিবারিক কাঠামো এবং এজন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কি না এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। শুধুমাত্র সেক্ষেত্রেই সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা জানানো সম্ভব হবে।
 
এছাড়া মানসিক সমস্যা সংক্রান্ত বা এ বিষয়ে বিশেষ যে কোনো লেখা যে কেউ পাঠিয়ে দিতে পারেন আমাদের।   

আপনার সমস্যা, মতামত বা পরামর্শ ও লেখা পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন-



ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ