ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

মনোকথা

জানান আপনার সমস্যা ও মতামত

মেয়েটি কনডাক্ট ডিজঅর্ডারে আক্রান্ত হচ্ছে

ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ১, ২০১৪
মেয়েটি কনডাক্ট ডিজঅর্ডারে আক্রান্ত হচ্ছে

Dear Sir

Good day and hope you are doing well.

Please to inform you that I am Md. Mohiuddin a private service in a private organization. We are living in my Father's house in Zigatola.

I have 02 daughter one is 11+ years and another is 4+.

Me and my wife doesn't understand each other some time. She don't like my job, she prefer business man. My father and my 02 brother engaged in business.

Earlier she always quarrel with me for my job and parents. my parents doesn't like her and my kids also. My parents also like my elder brother kids and them. My elder brother is doing business with my father and my wife think that my brother take over the business and as well as our property and the other people in our also obey my brother.

As I am doing service another organization I can't look after my father business.

Actually I am facing problem with my elder daughter. She is 11+ years old but she looks much older, she is much fatty and she doesn't want to do study. The whole day she watch TV, Video game and eating but no study. IF we tell her to do little study she denied. She is now the student of Class IV in a English Medium School. Every day the teachers are do complain against her. We are just bored with her. She doesn't listen to me and also her mother. We are just worried about her future. We don't know what to do . If you give me some suggestion regarding her I will be very great full to you.

Thanking you

আপনার লেখাটির স্পষ্ট দু’টি ভাগ আছে। এক ভাগে আছে আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কিছু সমস্যা।

অন্য ভাগে আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা ও জিজ্ঞাসা।

আপনার স্ত্রীর চাহিদা ও পারিবারিক কলহের যে বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করেছেন তার সবই পারিবারিক ও সামাজিক সমস্যা।

পারিবারিক বা সামাজিক সমস্যা আর মানসিক সমস্যা ভিন্ন বিষয়। এমন কী ভিন্ন আলোচনা। মানসিক সমস্যা সমাধান করতে গিয়ে, (বিশেষ করে টেলিভিষন টক-শো এর কারণে) সামাজিক সমস্যা আর মানসিক সমস্যা গুলিয়ে ফেলছি। তবে হ্যা, পারিবারিক সামাজিক বা অন্য যে কোনো কারণে কারো যদি মানসিক সমস্যার সৃষ্টি হয় বা অন্য কাজে মনোযোগ দিতে সমস্যা হয়, তবে অবশ্যই সেটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনি অবশ্য আপনার লেখায় তেমন কিছু উল্লেখ করেননি।

তবে আপনার লেখার দ্বিতীয় পর্যায়ে আপনি উল্লেখ করেছেন, আপনি আসলে আপনার মেয়েকে নিয়ে সমস্যায় আছেন। মেয়ে কথা শোনে না, পড়াশুনা ঠিক মতো করে না, সারাক্ষণ টিভি দেখে, গেমস্ খেলে, বেশি বেশি খায়, ফলে মোটা হয়ে যাচ্ছে।

অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই এর সমধান দ্রুত করতে হবে। তা না হলে আপনাদের এবং মেয়েটির ভবিষ্যতে দুর্গতি আছে।

ধীরে ধীরে মেয়েটি কনডাক্ট ডিজঅর্ডারের রোগী হয়ে যাচ্ছে।

কনডাক্ট ডিজঅর্ডার এক ধরনের মানসিক রোগ। বাচ্চাদের অর্থাৎ ১৮ বছরের আগ পর্যন্ত এটাকে কন্ডাক্ট বলা হয়। পরবর্তীতে একই সমস্যা থাকলেও রোগের নাম পরিবর্তন হয়ে যায়। এ রোগের প্রধান সমস্যা হলো, মিথ্যা বলা, জিনিস-পত্র-মানুষ বা জীবজন্তুর উপর যখন তখন চড়াও হওয়া, বাড়ি থেকে বের হয়ে যাওয়াসহ সব ধরনের  নিয়ম কানুন না মানতে চাওয়া। ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠা। তখন একেবারেই আর আয়ত্বের মধ্যে থাকে না।

আমি আপনাকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। আপানার মেয়ের সমস্যাগুলো দ্রুতই সমাধান করা উচিত। আপনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগে যোগাযোগ করতে পারেন।

ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ