ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

মনোকথা

সচরাচর যে মিথ্যা বলে নারীরা

জনি সাহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
সচরাচর যে মিথ্যা বলে নারীরা

ঢাকা: পৃথিবীর সবচেয়ে অপছন্দের বিষয় হলো মিথ্যা বলা, আবার সবচেয়ে পছন্দের হলো নারী। এই নারীই কখনো কখনো অবস্থান ও পরিবেশের দায় ছাড়াই কিছু মিথ্যা বলে ফেলেন।



ব্যক্তির অবস্থান ও পারিপার্শ্বিকতার ওপর মিথ্যার ধরন নির্ভর করলেও নারী এমন কিছু ‘মিথ্যা’ সচরাচর বলে থাকেন যা কোনো অবস্থান বা পারিপার্শ্বিকতার সঙ্গে যায় না।

এক নজরে দেখা যাক নারীরা কোন মিথ্যাগুলো স্বাচ্ছন্দ্যেই বলে ফেলেন।

* আমি কখনোই তোমার ফোনের জন্য অপেক্ষা করিনি।
* আমি তোমাকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু বিষয়টি কখন ভালোবাসায় রূপ নিলো তা বুঝতে পারিনি।
* যদি আমি এখন কারও সঙ্গে বিছানায় যেতে চাই, তা হলে একমাত্র তুমি।
* আমরা বিলটি শেয়ার করতে পারি, কেনো তুমি সবসময় আমাকে ট্রিট দেবে?
* আমি এটি এতো পছন্দ করবো, তা কখনো চিন্তায় আসেনি।
* সেক্স ইজ গ্রেট ফান।
* আমি কখনো পসেসিভ হবো না এবং তোমার সঙ্গে খেঁচ খেঁচ করবো না।
* তুমিই সে, যাকে আমি চেয়েছি।
* না, তোমার কোনো ভুল নেই, হয়তো আমার কোথাও ভুল হয়েছে।
* যদি তুমি আমার বন্ধু হতে চাও, আমি তাতে মাইন্ড করবো না। যদিও বিষয়টি নিয়ে আমিও ভেবেছি। বিষয়টিকে কেনো জটিল করছো?
* আমি নিজেকে নিয়ে ভালো আছি।

তবে, নারীরা এ মিথ্যাগুলো মনের মানুষ বা কোনো বিশেষ সম্পর্ক রক্ষার জন্যই বলে থাকেন বলে বোঝা যায়।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ

welcome-ad