ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

মনোকথা

জানান আপনার সমস্যা ও মতামত

‘চিকিৎসার পর ভাল অনুভব করছি’

ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
‘চিকিৎসার পর ভাল অনুভব করছি’

Dear Mr. Qusar
I have suffering depression last 2-3 years. Initially I can't recognize it as a depression. Suddenly one day I loose my all stamina. I feel I have lost my everything, there is no hope in my life. I pray to Allah for my death. As a Muslim suicide is sinful, that's why I can't suicide.

My patient force me to visit a psychologist. Now I am under his treatment. I can feel significant changes in my life.

At present I am taking "Epilim 500 mg (1+0+0), "Quiet 100 mg (2+1+1)" and "Dormitol 7.50 mg (0+0+1)". But the whole day I feel over energy which make me very tired at the day end. And other thing is that my whole body pains especially the muscles.
Could you please help me in this regards.
Thanks and Best regards...

আপনার মতো অনেকেই এমন সমস্যায় ভোগেন। মানসিক রোগ, এই বিষয়টি বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়।

আমাদের দেশে এই বিষয়গুলো সবার গ্রহণযোগ্যতা বা সচেতনাতার মধ্যে আনতে হয়তো আরও কিছু সময় লাগবে।

বাংলানিউজ২৪.কম-এ ‘মনোকথা’ নামে এই পাতাটি খোলার উদ্দেশ্যই এ বিষয়ে মানুষকে সচেতন করে তোলা। যাতে আমরা বিষয়গুলোকে মানুষের কাছে সহজে তুলে ধরেতে পারি। মানুষ যেন বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন।

আবার অনেকে আছেন, যারা মানসিক রোগ শব্দটি শোনার পরও মানতে চান না বা সেটিকে স্বীকার করতে চান না। তার পেছনে অনেক কারণ থাকলেও, আপাতত কারণ হিসেবে অসচেতনতাকেই প্রধান কারণ হিসেবে ধরা যায়।

দুই তিন বছর পর হলেও আপনি চিকিৎসার আওতায় এসেছেন এটা ভালো খবর। আপনি নিজেই মানলেন বা জানালেন, চিকিৎসা শুরু করার পর আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা। আপনি নিজেই যে পরিবর্তনগুলো অনুভব করতে পারেন। নিশ্চয়ই এসব পরিবর্তনগুলো আপনার জন্য সুখকর অনুভূতিই বহন করে এনেছে।

হঠাৎ করেই আপনার মনে হয়েছিলো আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, জীবনের আর কোনো আশা নেই। এমনকি আপনি মৃত্যুর চিন্তা পর্যন্ত করতে শুরু করেছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে আপনি ডিপ্রেশন বা বিষণ্নতায় ভুগছিলেন। আপনার চিকিৎসার ব্যাপারে বলছি, ওষুধের কারণে আপনার হয়তো কিছুটা সমস্যা হচ্ছে সেটা বেশি দিন থাকার কথা নয়।

আপনার ডাক্তার আপনার রোগের নাম কি বলেছেন? না জানা থাকলে রোগের নামটি জেনে নেবেন। কারণ রোগের নাম জানা থাকলে অনেক ধরনের প্রিপারেশনও আপনার নেওয়া থাকবে, যা আপনার চিকিৎসার জন্য দরকার। বিষণ্নতা দুই ভাবেই থাকতে পারে, শুধু ডিপ্রেশন অথবা বাইপোলার নামের আরেকটি রোগের অংশ হিসেবে ডিপ্রেশন থাকতে পারে। আপনার ওষুধগুলো দেখে বাইপোলার’র অংশই মনে হচ্ছে। এখানে সরাসরি কোনো এন্টিডিপ্রেসেন্ট ওষুধ নাই। আপনি আপনা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, বিষয়গুলো জেনে নিন। ডিপ্রেশন থাকা অবস্থায় অনেক সময় শরীর ব্যাথা থাকতে পারে। চিকিৎসার সাথে সাথে ব্যাথাও কমে আসবে।

‘মনোকথা’ আপনাদের পাতা। মনোরোগ নিয়ে যে কোনো মতামত ও আপনার সমস্যার কথা জানাতে পারেন আমাদের। আমরা পর্যায়ক্রমে অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব জানিয়ে দেবো। আপনি চাইলে গোপন রাখা হবে আপনার নাম-পরিচয় এমনি কি ঠিকানাও।

প্রিয় পাঠক, আপনার সমস্যার কথা জানানোর সঙ্গে সমস্যার বিস্তারিত বিবরণ, আপনার নাম, বয়স, কোথায় থাকেন, পারিবারিক কাঠামো এবং এজন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কি না এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। শুধুমাত্র সেক্ষেত্রেই আপনার সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা জানানো সম্ভব হবে।

আপনার সমস্যা, মতামত বা পরামর্শ জানাতে আমাদের ই মেইল করুন-[email protected]

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ