ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

মনোকথা

ঘুমাতে গেলে বুক ধরফড় করে

ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ঘুমাতে গেলে বুক ধরফড় করে

Dear doctor,
amar somosha holo-
1. Ami jokhon ghumate jai tokhon buker vitore dhorpor shuru hoy.
2. Oi obosthay ghumate gele nishash bondho hoia ase
kintu laxyl 3mg( bromazepam) & ancor 2.5( bisoprolol) ai duita oshudh khaile dhire dhire komte thake & ghum ase.
3. Porer din 1 dupur valo thaki but bikale abar shorir durbol lage & mole hoy shudhu shue thaki.
4.Aktu jouno uttejina hoilei patla patla pinir moto panics dia bahir hoia ase.
5. Aktu chinta uthle ami savabik thakte pari na, khb oshosti lage & matha ghurte thake.
6.Oi oshudh gulo khaile ai obosha r na khaile onek kosto hoy ( heart beat bara, shash kosto houa, sleep problem etc)

ullekho problem theke ami purno mukti chai. ama k plz plz plz janaben.

মনে হচ্ছে, আপনার রোগটি ‘জেনারালাইজড অ্যানজাইটি ডিজঅর্ডার’। সংক্ষেপে বলে, ‘গ্যাড’।



এই রোগের চিকিৎসা দু’টি দিকের বা উদ্দেশ্য নিয়েই হয়ে থাকে-
এক. সমস্যা কমিয়ে আনা।
দুই. সমস্যার সাথে কিভাবে নিজেকে মানিয়ে চলতে হয় সেটি জানা।

আপনি বলছেন, সমস্যাটি এক বছর যাবৎ। তাহলেই প্রশ্ন চলে আসবে, পিছনে কোনো কারণ আছে কিনা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বা এমন কোনো কারণ যা আপনার এই সমস্যার শুরুর সাথে সম্পর্কযুক্ত।

যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি সমাধানের দিকেই বেশি নজর দিতে হবে। তা না হলে যতই ওষুধ খেতে থাকেন। আপনার সমস্যার পুরোপুরি সমাধান হবে না। আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ না করে, এমনি এমনি ওষুধ খাওয়াও ঠিক না।

আপনি সরাসরি মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেই যোগাযোগ করুন। আপনার সমস্যার কারণ খুঁজে সেটিও বলার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, এ ধরনের রোগের জন্য সব সময় কারণ খুঁজে পাওয়া নাও যেতে পারে। সেটিও ভয়ের কিছু নয়। মানুষের বিভিন্ন কথায় বিভ্রান্ত না হয়ে নিয়ম মতো চিকিৎসা নিন।

প্রিয় পাঠক, ‘মনোকথা’ আপনাদের পাতা। মনোরোগ নিয়ে যে কোনো মতামত ও আপনার সমস্যার কথা জানাতে পারেন আমাদের। আমরা পর্যায়ক্রমে অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব জানিয়ে দেবো। আপনি চাইলে গোপন রাখা হবে আপনার নাম-পরিচয় এমনি কি ঠিকানাও।

আপনার সমস্যার কথা জানানোর সঙ্গে সমস্যার বিস্তারিত বিবরণ, আপনার নাম, বয়স, কোথায় থাকেন, পারিবারিক কাঠামো এবং এজন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কি না এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান। শুধুমাত্র সেক্ষেত্রেই আপনার সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা জানানো সম্ভব হবে।

আপনার সমস্যা, মতামত বা পরামর্শ জানাতে আমাদের ই মেইল করুন[email protected]

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মনোকথা এর সর্বশেষ

welcome-ad