ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ‘রসনা বিলাস’র বৈশাখী উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ‘রসনা বিলাস’র বৈশাখী উৎসব রসনা বিলাস রেস্তোরাঁ

ঢাকা: আসছে বৈশাখ। নতুন বাংলা বর্ষবরণে প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কুয়ালালামপুরের অভিজাত বাঙালি রেস্তোরাঁ রসনা বিলাস।

শনিবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রেস্তোরাঁটিতে এ বৈশাখী উৎসবে  থাকছে শিশুদের নাচ-গান, গালে রংয়ের আল্পনা আঁকা ও জনপ্রিয় বাউল গান পরিবেশন।

এছাড়াও ভোজনপ্রিয়দের জন্য থাকছে পান্তাভাত, পদ্মা নদীর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, মরিচ ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, পোলাও, মাংস, বিভিন্ন ধরনের বিরিয়ানি, বোরহানি, দধি, মিষ্টি প্রভৃতি।

 

রসনা বিলাস’র স্বত্বাধিকারী এস এম রহমান পারভেজ বলেন, পহেলা বৈশাখে বরাবরের মতো বাংলাদেশিদের মিলনমেলা বসবে রসনা বিলাসে। বাংলার প্রাণের উৎসবে সবার উপস্থিতি একান্ত কাম্য।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ