ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

রাত জাগতে মাদক নিচ্ছে স্কুল শিক্ষার্থীরা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
রাত জাগতে মাদক নিচ্ছে স্কুল শিক্ষার্থীরা!

ঢাকা: পড়াশুনার অত্যধিক চাপ সামলাতে মাদক নিচ্ছে মালয়েশিয়ার স্কুল ছাত্ররা। পরীক্ষার আগে রাত জাগতে তারা অভ্যস্ত হয়ে উঠছে উত্তেজক আর ভাং জাতীয় মাদকের সঙ্গে।  দেশটির স্কুল শিক্ষার্থীদের মধ্যে ড্রাগস আসক্তি তাই আশঙ্কাজনকহারে বেড়েছে।

সম্প্রতি দেশটির ৪২০টি স্কুলে ড্রাগস এর চরম ‍অপব্যবহারের বিষয়ে নিশ্চিত হয়েছে রয়াল মালয়েশিয়ান পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়।

মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নুর জাজলান মোহাম্মদ দেশটির সংবাদ মাধ্যমকে এ খবর দিয়েছেন।

পরিস্থিতি আরো খারাপ হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাজলান জানান, সম্প্রতি ৩৬,৬৭৫ স্কুল শিক্ষার্থীর ওপর  জরিপ চালিয়ে ১৪৭৫ জনের শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৭৩ শতাংশই উত্তেজক জাতীয় নেশায আসক্ত। বাকিরা নেন ভাং জাতীয় নেশা।

শিক্ষার্থীদের অধিকাংশই মূলত অ্যাডভেঞ্চার হিসেবে নিয়ে ড্রাগে জড়িয়ে পড়লেও অনেককেই পড়াশুনার অত্যধিক চাপের কারণেও মাদকাসক্ত হতে দেখা গেছে। বিশেষ করে পরীক্ষার আগে রাত জাগতে মাদক নিচ্ছে তারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ

welcome-ad