ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় নিবন্ধিত শ্রমিকের তালিকায় ৩য় বাংলাদেশিরা

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
মালয়েশিয়ায় নিবন্ধিত শ্রমিকের তালিকায় ৩য় বাংলাদেশিরা

কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ায় অবস্থানরত নিবন্ধিত শ্রমিকের তালিকায় তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। প্রথম অবস্থানে ইন্দোনেশিয়রা ও দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন নেপালি শ্রমিকরা।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. জাহিদ হামিদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় নিবন্ধনকৃত শ্রমিকের সংখ্যা ১৯ লাখ ৭৮ হাজার ৯৪৮ জন।

তালিকায় সর্বোচ্চ অবস্থানে থাকা ইন্দোনেশিয় শ্রমিকের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৫৭১ জন, নেপালি শ্রমিক রয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৯৫২ এবং বাংলাদেশি শ্রমিক আছেন ২ লাখ ৪৪ হাজার ৯৭৩ জন।

এছাড়া মায়ানমারের শ্রমিক রয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬১৭ জন। ভারতীয় আছেন ১০ হাজার ৫৯০ জন।  

১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে শ্রমিকদের পুনর্নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়। এর কয়েক দিন পর বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার জন্য ঢাকায় চুক্তি সই করেন দুই দেশের প্রতিনিধিরা। চুক্তি সইয়ের মাত্র একদিন পর বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় দেশটির সরকার।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ