ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতার

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
মালয়েশিয়ায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতার

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে কিছু দুরে পুচং-এর আইওআই মল থেকে প্রায় দুই শতাধিক অবৈধ শ্রমিক গ্রেফতারের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে তিন ঘণ্টার ওই অভিযানে, প্রায় ১৫০টি রেস্টুরেন্টে প্রায় ৫০০ শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।

দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাসির কুজাত জানান, ‘আমাদের কাছে বিভিন্ন স‍ূত্রে তথ্য আসে, এই মলে নিয়োগকর্তারা প্রচুর অবৈধ কর্মচারীদের কাজে নিয়োগ দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত অভিযান"।  

গ্রেফতারকৃতদের প্রথমে বুকিত জলিল ডিটেনশন সেন্টার এ নেওয়া হয়।
 
প্রায় ১২০ জন ইমিগ্রেশন অফিসার এই অভিযানে পরিচালনা করেন।

ধারাবাহিকভাবে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীদের গ্রেফতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ