ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

২০১৫ সালে ৬০ হাজার অভিবাসী আটক করেছে মালয়েশিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
২০১৫ সালে ৬০ হাজার অভিবাসী আটক করেছে মালয়েশিয়া

ঢাকা: মালয়েশিয়ায় ২০১৫ সালে ৬০ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক ইব্রাহিম আব্দুল্লাহ বলেন, এসব অভিযান পরিচালিত হয়েছে ওপি ইকরার বিভাগের মাধ্যমে।

তারাই দেশব্যাপী দৈনিক অভিযানগুলো পরিচানা করে।

আটক হওয়া ৬০ হাজার অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি অভিযুক্ত যারা তাদের কাজের শর্ত ভঙ্গ করেছেন। এরপর যারা মেয়াদোত্তীর্ণ পারমিটে কাজ করছেন এবং ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) একটি নির্মাণ সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ ও ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগের এক যৌথ অভিযান পরিদর্শন করেন ইব্রাহিম।

বিভিন্ন অপরাধে জানুয়ারির ১ তারিখ থেকে গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ হাজার ২ জন অবৈধ অভিবাসী, ১শ ৩৩ জন মালিক এবং দু’জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার মধ্যরাতের এক অভিযানেও ৯ জন নারীসহ ২৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলেও জানান ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ

welcome-ad