ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

মালয়েশিয়া

৩ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে মালয়েশিয়া

কুয়ালালামপুর করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
৩ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে মালয়েশিয়া নাজিব তুন রাজ্জাক

মালয়েশিয়া: আগামী তিন বছরে প্রায় তিন হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক।

শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের জাতীয় অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।



তিনি বলেন, সিরিয়ার শরণার্থীদের সাহায্যার্থে মুসলিম দেশগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। গত চার বছরে প্রায় ৪০ লাখ সিরীয় শরণার্থী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

শরণার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য বিশ্বের সব নেতাকে তিনি একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও জানান, কয়েক মাস আগে আন্দামান সাগরে ভাসমান অনেক অবৈধ শরণার্থীকে আশ্রয় দিয়েছিলো মালয়েশিয়া।  

মানবতার কথা মাথায় রেখে মালয়েশিয়া সবসময় অন্য দেশের সাহায্যে এগিয়ে এসেছিলো ও সবসময় থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বলেন, এ সমস্যা সমাধান করা সম্ভব। ১৯৯০ সালে বসনিয়ার শরণার্থীদের সমগ্র বিশ্ব এক হয়ে সাহায্য করেছিলো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ