ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় কনক্রিটচাপায় গুরুতর আহত তিন বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, আগস্ট ১৯, ২০১৪
মালয়েশিয়ায় কনক্রিটচাপায় গুরুতর আহত তিন বাংলাদেশি ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় একটি কনক্রিটের স্প‍ানের নীচে চাপা পড়ে তিন প্রবাসী বাংলাদেশি নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।


সোমবার রাত সাড়ে আটটার দিকে মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি শ্রমিকরা হলেন- মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ এলাহী হোসাইন এবং মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক।

তারা সকলেই মাস ৠাপিড ট্রানজিট (এমআরটি) কর্পোরেশনে কাজ করতেন।

এমআরটি এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দাতুক উইরা আজহার আবদুল হামিদ জানান, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ