ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

মালয়েশিয়ায় “ওরাং বাংলা” এর কলঙ্ক মুছবে কে?

মাহমুদ খায়রুল। কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
মালয়েশিয়ায় “ওরাং বাংলা” এর কলঙ্ক মুছবে কে?

মালয়েশিয়া: সিটি সেন্টারের দক্ষিণের প্রবেশ পথের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড। বাসায় তাড়াতাড়ি ফেরব বলেই ট্যাক্সির খোজ।

তড়িঘড়ি করে উঠা।

মধ্য বয়স্ক মোটামতন ড্রাইভার জিজ্ঞেস করল “ইউ ফ্রম হোয়ার” ? বললাম বাংলাদেশ “ও ইউ ওরাং বাংলা” ? আকাশে হঠাৎ করে মেঘ করলে আকাশ যেমন মেঘলা দেখায় ঠিক তেমনি তাঁর মুখটা কাল হয়ে গেল। বাকি রাস্তাটা তাঁর মুখে শুধু বাঙালির বদনাম শুনলাম।

ওরাং মালায় শব্দ। এর অর্থ মানুষ। ওরাং বাংলা এর আভিধানিক অর্থ বাংলার মানুষ। এখন হয়ত মনে করছেন, নামের মধ্যে সমস্যা কি? সমস্যা আছে।

ওরাং বাংলা এর নাম শুনলেই এখানে সবাই এড়িয়ে চলতে চায়। একপ্রকার এ তারা এটি নিচু মানের লোক হিসেবে দেখে।

অনেক সময় “ওরাং বাংলা” গালির পর্যায় চলে যায়। কিছু পাকিস্তানিদের যদি আপনি “পাকি” অথবা ইন্দোনেশিয়ানদের যদি “ইন্দো” বলে সম্বোধন করেন তাহলে এটি তাদের জন্য যতটা হীনকর, ওরাং বাংলা তাঁর থেকেও বেশি।
 
মাস তিন এক আগে আমাদের বাংলানিউজের রিপোর্টার মাজেদুল নয়ন যখন মালয়েশিয়ায় এসেছিলেন তাকে নিয়ে দোকানে গিয়েছিলাম জার্মানির জার্সি কিনতে। তিনি আবার জার্মান দলের পাগলা সাপোর্টার। দোকানে ঠিক দরদাম করার পর দোকানদার বলল তোমাদের দেশ কোথায়? বাংলাদেশ শুনতেই বলল তোমাদের কাছে বিক্রি করবো না। তোমরা ভাল না। চলে যাও।

এখন প্রশ্ন হচ্ছে এই “ওরাং বাংলা” এর প্রতি এত ধিক্কার কেন?

প্রায় ১৬ লাখ বাংলাদেশি রয়েছে মালয়েশিয়ায়। এর মধ্যে ১০-১২ লাখ হল শ্রমিক। বৈধ- অবৈধ যেভাবে করেই হোক তারা এখানে একটি উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য এসেছে। সপ্তাহে ৬ দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের উপার্জিত টাকা তারা দেশে পাঠান।

তবে বাংলাদেশিদের অভিযোগ বাংলাদেশিদের বিপরীতেই বেশি। নানা রকম প্রতারণার শিকার তারা দেশের মানুষের কাছেই বেশি হয়। এ অবস্থার ফায়দা নেয় মালয়েশিয়ান পুলিশ আর মালয়েশিয়ার মানুষ। বাংলাদেশির কোন সাফল্যের কথা কোন খবরে পাবেন না। শুধু খারাপ খবরই বার বার প্রকাশ পায়।

আর এখানে এত বেশি বাংলাদেশি থাকা সত্ত্বেও কোন বাংলাদেশি কমিউনিটি নেই। বাংলাদেশি প্রচুর অধ্যপক, ডাক্তার, বিশেষজ্ঞ, শিক্ষক রয়েছে, যারা বাংলাদেশি পরিচয় দিতে এড়িয়ে যান। তাদের মাঝে বাংলাদেশকে নিয়ে আশার থেকে হতাশা কয়েক গুণ বেশি। একতা নেই।

তবে মেধা এবং বিচক্ষণতার দিক থেকে তারা অনেক অনেক এগিয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশির নাম প্রথম কাতারে। সবার মাঝে দেশপ্রেম আছে। তবে দেশপ্রেম থাকলেও দেশপ্রেমটা থেকে যায় বেশিরভাগ মুখে। কার্যকলাপে কম।

তবে এখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছে। মন বদলাচ্ছে। অনুপ্রেরণা আসছে। মালয়েশিয়া জুড়ে যদি “চার-ছক্কা হই হই” ফ্ল্যাশ মব হতে পারে তাহলে ১৬ লক্ষের ওরাং বাংলাই একদিন মাথা তুলে দাঁড়াবে। সেদিন আর ওরাং বাংলার নামে ট্যাক্সি চালকের কাছে নালিশ শুনতে হবে না। মুখ ভর্তি থাকবে হাসি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ