ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

লন্ডন

দেশে ফিরছেন ড. মোমেন, সোমবার লন্ডনে নাগরিক অভ্যর্থনা

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
দেশে ফিরছেন ড. মোমেন, সোমবার লন্ডনে নাগরিক অভ্যর্থনা

লন্ডন: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন শেষে ড. এ কে আব্দুল মোমেন দেশে ফেরার পথে রোববার (১৫ নভেম্বর) লন্ডনে পৌঁছেছেন।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে কমিউনিটির পক্ষ থেকে তাকে এক নাগরিক অভ্যর্থনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ অভ্যর্থনাকে সফল করতে বিভিন্ন পেশার নেতৃস্থানীয়দের সমন্বয়ে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের দ্য হোয়াইট হাউস ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই নাগরিক অভ্যর্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান। এছাড়া রাজনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, কুটনীতিকের দায়িত্ব পালন ছাড়াও ড. এ কে আব্দুল মোমেন একজন শিক্ষাবিদ হিসেবে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষক জীবনে তিনি বোস্টন ইউনিভিার্সিটির অর্থনীতির অধ্যাপক, যুক্তরাষ্ট্রের ফারিংহাম ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান, মেরিমাক কলেজ, দ্য সালেম স্টেইট কলেজ, দ্য ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কেমব্রিজ কলেজ অ্যান্ড দ্য কেনেডি স্কুল অব গভর্নমেন্ট ও হার্ভার্ড ইউনিভার্সিটির ফেকাল্টি মেম্বারের দায়িত্ব পালন করেন।

সৌদি অর্থ মন্ত্রনালয়ের ইকোনমিক অ্যাডভাইজারও ছিলেন ড. এ কে আব্দুল মোমেন। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির চেয়ার ছিলেন তিনি। বর্তমানে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ার হিসেবে। ২০১০ সালে ড. মোমেন জাতিসংঘ কাউন্টার টেরোরিজম-এ ফেসিলিটেটর হিসেবেও কাজ করেছেন। জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে এই কূটনীতিক কোকাস অব দ্য ইউএন ন্যাম পিসবিল্ডিং’র কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ