বেনাপোল (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া পল্লী থেকে রোববার রাতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শার্র্টের কাপড়, থ্রী পিস ও উন্নতমানের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
২২ বিজিবি’র বেনাপোল ক্যাম্পের কমান্ডার মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, অবৈধভাবে ভারত থেকে কাপড়ের বড় একটি চালান বাঁকড়া গ্রামে আসছে গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকার পাশে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উন্নতমানের এসব কাপড়ের মূল্য অর্ধ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
তবে বিজিবি জানায়, উদ্ধারকৃত প্রায় ৩৫ লাখ টাকা মূল্য মানের এসব মাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২০, ২০১১