ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

ছুলি থেকে মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ২৯, ২০২১
ছুলি থেকে মুক্তির উপায়

অনেকেরই শীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট হালকা বাদামি বা সাদা দাগ দেখা যায়। এগুলোকে আর্টিকারিয়া, ছুলি বা ছউদ বলা হয়।

ছুলি এক ধরনের ফাঙ্গাসজনিত চর্মরোগ। সাধারণত ত্বক স্যাঁতসেঁতে থাকলে এই রোগ হয়।  

ছুলি হলে অনেকেই আতঙ্কে থাকেন তাকে এড়িয়ে চলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, মুখে, কাঁধে, হাতে, পিঠের ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে গিয়ে ছুলি সৃষ্টি হয়। ছুলি হলে ত্বকে জ্বালা বা চুলকানির মতো অনুভূতির সৃষ্টি হতে পারে।

ছুলি নিয়ে  আতঙ্কিত না হলে বরং প্রতিকারের চেষ্টা করা উচিত। ঘরোয়া উপায়েও ছুলি থেকে মুক্তি মেলে। কীভাবে? জেনে নিন: 
•    নিয়মিত লেবুর রস দিয়ে ম্যাসাজ করলে ছুলির দাগ ধীরে ধীরে কমে যায়
•    একটি লেবু মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেক অংশে আধা চামচ চিনি ছিটিয়ে আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। মাত্র দু’সপ্তাহেই দাগ অনেকটাই মিলিয়ে যাবে  
•    পেঁয়াজে থাকা অ্যাক্সফলিয়েটিভ উপাদান ছুলি নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকর। একটি পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেক অংশটি নিয়ে শরীরের ছুলি আক্রান্ত অংশে দিনে অন্তত ২ বার মালিশ করুন।
•    টক দইয়ের ল্যাক্টিক অ্যাসিড ছুলি দূর করতে খুবই কার্যকরী একটি উপাদান। ৩ চা চামচ টক দই নিয়ে একটি কটন বলের সাহায্যে শরীরের ছুলি আক্রান্ত অংশে লাগান এবং অন্তত  মিনিট পনেরো রেখে ধুয়ে নিন।  

ছুলি যদি শরীরের বেশি ছড়িয়ে যেতে থাকে তবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।