ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

সুন্দর চুলের সূত্র জানালেন বিদ্যা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১৯, ২০২১
সুন্দর চুলের সূত্র জানালেন বিদ্যা  বিদ্যা বালান

সুন্দর চুলে নারী-পুরুষ সবার সৌন্দর্যই বেড়ে যায় বহুগুন। সম্প্রতি বলিউডের জনপ্রিয় তারকা বিদ্যা বালান জানালেন তার ঝলমলে চুলের গোপন রহস্য।

 
বিদ্যা বলেন, শুটিং, ইভেন্ট, পার্টি সব সামলেও দিনের কিছুটা সময় চুলের যত্ন দিতে হয়। কারণ চুলে প্রায়ই চলে ব্লোয়ার, ড্রায়ার, কার্লার। যার ফলে চুলের স্বাস্থ্য ক্ষতি হয়।  

তার ঝলমল চুলের পেছনে মায়ের দেওয়া টোটকা বেশি কাজে দিয়েছে। ‘পরিণীতা’ কিংবা ‘ইশকিয়া’ ছবিতে নিজের হেয়ারস্টাইল সবচেয়ে পছন্দ এই নায়িকার। এই গরমে পার্লারে গিয়ে টাকা খরচ না করেও চুল থাকতে পারে উজ্জ্বল।  

যা করতে হবে
•    বাইরে গেলে সূর্যের রশ্মি থেকে চুলকে রক্ষা করতে ছাতা সঙ্গী করুন 
•    মাথার তালু পরিষ্কার রাখতে হবে। স্কাল্প পরিষ্কার না থাকলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। খুশকি ও চুল পড়ার সমস্যা বাড়ে 
•    হাজার ব্যস্ততার মাঝেও সপ্তাহে দু’দিন সময় বের করে তেল ম্যাসাজ করতেই হবে
•    চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে কন্ডিশনার। নিয়মিত শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করুন 
•    ভেজা চুলে নয়, শুকিয়ে যাওয়ার পর চিরুনি ব্যবহার করতে হবে 
•    মাস দু’য়েক পরপর নিয়মিত চুলের ডগা ছেঁটে ফেলবেন। এতে চুল তাড়াতাড়ি বাড়ে ও পড়াও কমে  
•    গরমের এই সময়ে চুলে ব্লো-ড্রায়ার কিংবা স্ট্রেটনারের ব্যবহার কম করলেই ভালো।

বিদ্যা বালানের মায়ের স্পেশাল টোটকা হচ্ছে, মেথি গুঁড়া নারকেল তেলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad