ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

লকডাউনে কি টিকা দেওয়া যাবে?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
লকডাউনে কি টিকা দেওয়া যাবে?

মহামারি করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। এই রোগের সংক্রমণ কমাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

 

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৩ দফা নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত মেনে চলার কথা বলা হয়েছে। এসময়ে সব ধরনের সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে।  

সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, রেল, বিমান) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবা এ আদেশের বাইরে থাকবে।  

অনেকেই ভাবছেন, এই লকডাউনের সময় করোনার টিকা নিতে পারবেন কিনা? তাদের জন্য সুখবর হচ্ছে, এই কঠোর লকডাউনের সময়ও টিকা নেওয়া যাবে।

কারণ প্রজ্ঞাপনে বলা হয়েছে, টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।
স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ এর টিকা দান ও গ্রহণকারীর যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।  

মনে রাখবেন, টিকা নিয়ে কার্ডটা কিন্তু যত্ন করে সংরক্ষণ করতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলুন।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad