ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

শহরের রান্নাঘরে পাহাড়ের ব্যাম্বো চিকেন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
শহরের রান্নাঘরে পাহাড়ের ব্যাম্বো চিকেন 

পাহাড়ে বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর সময় অক্টোবর-নভেম্বর মাস। কারণ বছরের এই সময়টায় গরম কমে এসছে, শরতের ঝকঝকে আকাশ-মেঘের সঙ্গে পাহাড়ের মিতালি।

সব মিলিয়ে প্রকৃতির পরিপূর্ণ সৌন্দর্য উপভোগের জন্য সেরা সময়। তবে মহামারি করোনার জন্য অনেকেই এবার ঘুরতে যেতে চাচ্ছেন না।  

ঘুরতে যেতে না পারলেও পাহাড়ের জনপ্রিয় ও মজার খাবার ব্যাম্বো চিকেন চাইলে শহরের রান্নাঘরেই করে খেতে পারবেন ব্যাম্বো চিকেন।

আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের পাহাড়ি রেসিপি বাঁশে রান্না করা মুরগির মাংস: 

বাঁশের গিরা রেখে চাহিদামতো কেটে নিন। এরপর বাঁশ চোঙাটি সামান্য পানিতে ধুয়ে নিলে ভালো। দেশি মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর ভালোভাবে ধুয়ে নিন। পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ, কাঁচা মরিচ বাটা, ধনিয়াপাতাসহ পরিমাণমতো তেল ও লবণ মিশিয়ে সামান্য পানি দিয়ে মাংস মেখে রাখুন।

ধুয়ে রাখা কাচা বাঁশের চোঙার মধ্যে মাখানো মাংস ঢুকিয়ে কলাপাতা দিয়ে মুখ বন্ধ করতে হবে।  

এবার বাঁশগুলো কয়লায় বসিয়ে দিন। মাঝে মাঝে বাঁশটি ঘুরিয়ে দিন। এভাবে আধাঘণ্টা রান্না করে, নামিয়ে নিন। বাঁশের মুখ খুলে ঢালুন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
 
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।