ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

শারদ সংগ্রহ নিয়ে রঙ বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, অক্টোবর ১০, ২০২০
শারদ সংগ্রহ নিয়ে রঙ বাংলাদেশ

এই মহামারি করোনাকাল আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে।

 
প্রতিকূল এই সময়ে সেভাবে না হলেও সাধ্যের ভেতর পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় ফ্যাশন হাউস 'রঙ বাংলাদেশ'।  

ছোট, বড় সবার জন্য নতুন সংগ্রহ নিয়ে রঙ বাংলাদেশ-এর শারদ উৎসবের জন্য প্রস্তুত। এবার শারদীয় আয়োজনকে সুন্দর করতে থিম হিসাবে বেছে নেয়া হয়েছে আল্পনা,শতরঞ্জি ও মানডালা।

শারদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। মূলত: তাঁতে বোনা সুতি কাপড়, লিলেন, কটন, হাফসিল্ক। সাদা,অফ হোয়াইট,লাল,নীল,মেজেন্টা,গোল্ডেন,তামা,ও অরেঞ্জ রং বেছে নিয়েছে।

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে প্রিন্ট, ব্লক, টাইডাই ও হাতের কাজ ।
হাউসটির শারদ সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, স্কার্ট টপস, ফ্রক, ব্লাউজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, কাতুয়া, টি-শার্ট, শার্ট, ধূতি ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্যে।

এছাড়া গহনা, মেয়েদের ব্যাগ, পার্স, মানিব্যাগ, বেডকাভার, পিলো কাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস,নানা ডিজাইনের মগসহ নানা উপহার সামগ্রী রয়েছে।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমৎকার এই পূজার সংগ্রহ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।