ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

হাইট কোনো ব্যাপার না, লম্বা দেখাবে এভাবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ১৬, ২০২০
হাইট কোনো ব্যাপার না, লম্বা দেখাবে এভাবে  লম্বা দেখাতে

মুখে যতই বলা হোক, বাহ্যিক সৌন্দর্য কোনো বিষয় না, কিন্তু যখন পাত্র পাত্রী খোঁজার বিষয় আসে তখন অনেক ক্ষেত্রেই এই বাহ্যিক সৌন্দর্য বড় ভূমিকা রাখে। সৌন্দর্য অনেকটাই নির্ভর করে উচ্চতার ওপর। উচ্চতা বা হাইট খুব কম হলে অনেকেই ভোগেন হীনমন্যতায়।

মন খারাপ না করে, মনে রাখতে হবে, ক’জন বাঙালি মেয়েরই বা তেমন ঈর্ষণীয় উচ্চতা থাকে? আপনাকে যেমনই দেখতে, সেটাই আপনার নিজস্বতা। উচ্চতা বাড়ানো হয়ত সম্ভব নয়, তবে কিছু সহজ কৌশল রয়েছে, যার সাহায্যে নিজের উচ্চতার সঙ্গে বাড়তি কয়েক ইঞ্চি যোগ করা সম্ভব।

কীভাবে? জেনে নিন: 


•    হাই হিল জুতা ব্যবহার বাড়তি উচ্চতা পাওয়ার সবচেয়ে সহজ সমাধান 
•    তবে জানেন তো, নিয়মিত হাই হিল পরাটা স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় 
•    সব সময় চেয়ারে সোজা হয়ে, পিঠ টানটান করে বসুন
•    হাঁটার সময়েও সচেতনভাবেই পিঠটা সোজা রাখুন 
•    কাঁধটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন না 
•    গোড়ালি ঢাকা পোশাক পরুন 
•    লম্বার স্ট্রাইপস দেওয়া ফিটিং পোশাক পরুন লম্বাটে দেখাবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।