ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

মায়েরা থাক রানীর মতো 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ১০, ২০২০
মায়েরা থাক রানীর মতো  মায়ের সঙ্গে মিনহাজ হোসাইন

করোনা ভয় পেছনে ফেলে আজ সবার ফেসবুকের ওয়াল ভরে উঠেছে মায়ের ছবিতে। বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। সে হিসেবে এবার ১০ মে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। 

প্রতিটি সন্তান মায়ের কাছে কত আদরের তা বোঝার জন্য এই ছোট্ট ছড়াটিই যথেষ্ট-
'জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
মা, তোমারে কত ভালোবাসি!
‘কত ভালোবাস ধন?’ জননী শুধায়।
এ-ত বলি দুই হাত প্রসারিত দেখায়।


তুমি মা আমারে ভালোবাস কতখানি?
মা বলেন ‘মাপ তার আমি নাহি জানি। ’
‘তবু কতখানি, বল। ’
‘যতখানি ধরে
তোমার মায়ের বুকে। ’

-কবি কামিনী রায়ের ‘কত ভালবাসি মা'

এই মায়ের জন্যই আজকের আমরা। জন্মের আগে থেকেই আমাদের ভালোবাসায়, আদরে শুভকামনায় আগলে রেখেছেন যে মা, তার জন্য বছরের এই একটি দিন কেন, প্রতিটি দিনই স্পেশাল করে তোলার চেষ্টা করতে হবে প্রতিটি সন্তানকে।  

আর করোনার এই সময়ে এসে বার বার বলা হচ্ছে বয়স্করা রয়েছেন সবচেয়ে ঝুঁকিতে। আর তাই বাবা মায়ের প্রতি আরও বেশি সচেতন থাকতে হবে এখন আমাদের। ছোট বয়সে তারা আমাদের ভালো রাখতে কত কি-ই না করেছেন। তাদের এই শেষ বয়সে অনেক দামি উপহারের চেয়ে আমাদের ব্যস্ত সময়ের একটু পেলেই অনেক খুশি তারা।  

বাবা মায়ের জন্য আমরা যা করতে পারি: 


•    বাইরে গেলে ঘরে ফিরে প্রথমে মায়ের সঙ্গে দেখা করুন 

•    সুযোগ থাকলে তার পছন্দের কিছু নিয়ে আসুন 

•    বৃদ্ধ বয়সে রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে তাদের প্রতি অবহেলা করা যাবে না

•    নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন

•    বাবা-মায়ের ওষুধ আছে কিনা দেখে এনে রাখুন 

•    অসুস্থ হলে হাসপাতালে যেতে হলে চেষ্টা করুন নিজে নিয়ে যেতে 

•    বাবা মায়ের পছন্দের খাবারগুলো তো আমরা জানি, খেয়াল রাখুন বাড়িতে যেন নিয়মিত তাদের পছন্দের কিছু খাবার তৈরি করা হয় 

•    বাবা মায়ের সঙ্গে শুধু বিশেষ দিবসে নয়, মাঝে-মাঝেই ছবি তুলুন 

•    সময় কাটাতে তাদেরও কিছু গেমস শিখিয়ে দিতে পারেন ট্যাবে বা স্মার্টফোনে 

•    সময় পেলে মায়ের কাছে আপনার ছোটবেলার গল্প শুনতে চান, আপনার গল্পগুলো করার সময় মা আপনার পুরো শৈশব চোখের সামনে এনে দেবেন 

•    কোনো কারণে যদি মা আলাদা থাকেন, তবে নিয়মিত ফোনে যোগাযোগ রাখুন।  

প্রিয় মায়ের ভালো থাকার জন্য যতটুকু সুযোগ-সুবিধা করে দেওয়া যায়, সন্তান হিসেবে সাধ্যমতো চেষ্টা থাকবে। কোনো মায়ের আশ্রয় যেন বৃদ্ধাশ্রমে না হয়। প্রতিটি মা নিজের ঘরে রানীর মতো সম্মানে-যত্নে থাকবেন, এটাই হোক মা দিবসের প্রত্যাশা।  


বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১০, ২০২০
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।